বান্দরবানে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে শীর্ষক স্টেক হোল্ডার সভা

65

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবান ডিস্ট্রিক পলিসি ফোরামের আয়োজনে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দক্ষ ও সক্রিয় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, পণপ্রথা বন্ধ এবং বিবাহ নিবন্ধন নিশ্চিতকরন কল্পে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দীন, জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অংচমং মারমা, সাধারণ সম্পাদক লাল জারলম বম, সহ-সভাপতি দীপিকা রানী তঞ্চঙ্গ্যা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মং শেনুক মার্মা, ডিপিএফ সদস্য ঝরনা তঞ্চঙ্গ্যা, তাজ উদ্দিন আহমদ, মোঃ আরিফ হোসেন, উসাইন অং মারমা, প্রকল্পের রেজিওনাল কো-অর্ডিনেটর সৈয়দা শবনম মোস্তারী সহ বিভিন্ন সরকারি সংস্থা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম বান্দরবানের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ সভাপতি অং চ মং মারমা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিপিএফ সেক্রেটারি লাল জারলম বম। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভার মুল বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ৩২ জন এবং জুম অনলাইনের মাধ্যমে আরো ২০ জন স্টেকহোল্ডার এ সভায় অংশগ্রহন করেন।
সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় কিছু সুপারিশ ও মতামত বান্দরবান ডিপিএফ কতৃর্ক পেশ করা হয়। সভায় সকল স্টেকহোল্ডারগণ নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে আরো বেশি সক্রিয় হওয়ার আশা ব্যাক্ত করেন। দক্ষ ও সক্রিয় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি করে, পণপ্রথা বন্ধ এবং বিবাহ নিবন্ধন নিশ্চিতকরন কল্পে কাজ করতে হবে এবং এ বিষয়ে প্রধান অতিথি ইয়াছমিন পারভীন তিবরীজি জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।