দীঘিনালা মৎস্যজীবীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

70

মো: সোহেল রানা দীঘিনালাঃ-খাগড়াছড়ির দীঘিনালায় কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধকরন সময়ে মৎস্য আইন প্রতিপালন বিষয়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের উদ্ধুক্তকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২জুন) সকালে দীঘিনালা মেরুং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উদ্ধুদ্বকরন মেরুং ইউনিয়ন পরিষদ চ্যেপারম্যান মোছা: মাহমুদা বেগম লাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল জলিল প্রমুখ।
সভা শেষে মেরুং ইউনিয়নের ৯শত ২৯জন মৎস্যজাষী ও মৎস্যজীবীদের মাঝে ২০ কেজি করে দুই মাসের ৪ কেজি খাদ্য শস্য প্রদান করা হয়।