নুপুর শর্মাসহ দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল’র ফাঁসীর দাবী ওলামা পরিষদের

114

মো. সোহরাওয়ার্দী সাব্বিরঃ-মহানবি হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ও হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে ভারতে বিজেপি সরকারের দুই নেতা কতৃক অবমাননাকর মন্তব্য ও কুটুক্তি প্রতিবাদে রোববার (১২ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যলয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ।
এসময় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি হাজী শরীয়ত উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি ওলামা পরিষদের সাঃ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পিসিএনপি সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষেেদ রাঙ্গামাটি জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা শুয়াইব, মাওলানা খলিল উল্লাহ, মাওলানা শামসুল আলম, মাওলানা ইয়াছিন, যুগ্ম-সম্পাদক পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ মাওলানা ওমর আলী।
মানববনন্ধনে বক্তারা, বিজেপি দলের মুখপাত্র নুপুর শর্মাসহ দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল এর দ্রুত আইনের আওতায় এনে ফাঁসীর দাবী জানান।
এছাড়াও মানববন্ধনে অংশ নেন, জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়নসহ বেশ কিছু এলাকার সাধারণ মানুষ।