বিচার বিভাগ আয়োজনে রাঙ্গামাটিতে বৃক্ষরোপন কর্মসূচী পালিন

107

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি জেলা বিচার বিভাগ এর আয়োজনে ও জেলা বনবিভাগের সহযোগিতায় রাঙ্গামাটির জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী’ ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪মে) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষচারা রোপন করেন, রাঙ্গামাটি জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম।
এসময় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) এ. ই. এম. ইসমাইল হোসেন এবং বন সংরক্ষক, রাঙ্গামাটি সার্কেল মুহাম্মদ সুবেদার ইসলাম। এছাড়া জেলার সর্বস্তরের বিচার বিভাগীয় কর্মকর্তাগন ও বন বিভাগের কর্মকর্তাগন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।