কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

106

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-দেশের প্রচলিত বিভিন্ন আইন সংক্রান্ত সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, ধর্মীয় গুরু ও বিভিন্ন শ্রেণী পেশার অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সোমবার (২৩ মে) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা প্রশাসন বাস্তবায়নকারী দপ্তর হিসাবে প্রশিক্ষণ কর্মশালায় সহায়তা করেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার ১ শত ২০ জন অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, জন্ম মৃত্যু নিবন্ধন আইন ও ইউনিয়ন পরিষদ আইন নিয়ে সেশন পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। এছাড়া সড়ক পরিবহন আইন বিষয়ে সেশন পরিচালনা করেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, মাদকদ্রব্য ব্যবহারে ক্ষতিকারক দিক এবং এর নিয়ন্ত্রণ আইন বিষয়ে সেশন পরিচালনা করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, বাল্য বিবাহের ক্ষতিকারক এবং বাল্যবিবাহ নিরোদ আইন বিষয়ে সেশন পরিচালনা করেন কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।
এর আগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য দেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা।