আমরা যে যার ধর্ম পালন করি না কেন; সকলের উদ্দেশ্য মানুষের কল্যাণ করা-মোহাম্মদ মিজানুর রহমান

130

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-আমরা যে যার ধর্ম পালন করি না কেন; সকলের উদ্দেশ্য মানুষের কল্যাণ করা। তাই মানুষের উন্নয়নে আমাদের সকলে মিলে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সোমবার (২৩ মে) দুপুরে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) রাঙ্গামাটি জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার ভারপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের নিয়ে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষেপটে পুরোহিত, সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রমের প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্ত্তী এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল ও রাঙ্গামাটি পূজা উদযাপন পরিষদের পক্ষে লিটন দেব। এছাড়াও রাঙ্গামাটি জেলার পুরোহিত পুলক চক্রবর্ত্তী, বান্দরবান জেলার পুরোহিত নির্মল চক্রবর্ত্তী, খাগড়াছড়ি জেলার পুরোহিত ভূবতি রঞ্জন চক্রবর্ত্তী এবং সেবাইতদের পক্ষে মিঠু কান্তি সেন বক্তব্য রাখেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, বর্তমান সরকার দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। মসজিদ, মন্দির গীর্জা নির্মাণ করে দিচ্ছে। শুধু ধর্মীর গুরুদের জীবন মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তাই পুরোহিতদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মসামাজিক উন্নয়নে কল্যাণ ট্রাস্টের অধীন প্রশক্ষিণ ও আর্থিক সহায়তা প্রদান করছেন।
সম্মেলনে পুরোহিতরা বলেন, বর্তমানে জীবন মানের ব্যাপক উন্নতি হয়েছে। কিন্তু তার সাথে তাল মেলাতে হলে সরকার আমাদের যে সহায়তা প্রদান করছে তা দিয়ে চলতে পারছি না। তাই সরকারের কাছে অনুরোধ রইলো জীবনমানের কথা ভেবে আমাদের সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হোক। সম্মেলনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ভারপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতগণ অংশ নেন।