লংগদুতে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

108

লংগদু প্রতিনিধিঃ-‘মাঠ বাঁচাও, প্রজন্ম বাঁচাও’ এই স্লোগানে খেলার মাঠ রক্ষার দাবিতে রাঙ্গামাটির লংগদু উপজেলায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (১১ মে) বেলা ১২টায় উপজেলা সদরে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে সচেতন বাইট্টাপাড়া এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে।
মানববন্ধনে বক্ত্যব রাখেন, বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা শাহাদাৎ ফরাজী, এবিএস মামুন, রবিউল ইসলাম, মিজানুর রহমান, স্থানীয় সংবাদকর্মী আরমান খানসহ স্থানীয় খেলোয়াড়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাইট্টাপাড়া একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় একটি মাত্র উন্মুক্ত খেলার মাঠ রয়েছে। মাঠের পাশে মসজিদের জায়গা থাকার পরও, উন্মুক্ত মাঠে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগের গ্রহণ করা হয়। এর ফলে মাঠটিতে আর খেলাধুলা করা যাচ্ছে না। এতে করে যুব সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে।
মসজিদের জায়গায় মসজিদ নির্মাণ করে খেলার মাঠটি উন্মুক্ত রাখার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। পরে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে।