রাজস্থলীর বাঙালহালিয়া হতে অপহরণ বান্দরবানের ইউপি সদস্য মুক্তি

180

রাজস্থলী প্রতিনিধিঃ-বান্দরবানের কুহালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক চাইগ্য মারমাকে অপহরকারীরা ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।
রবিবার (৮ মে) রাত সাড়ে আটটায় রাজস্থলী উপজেলার বাঙ্গাহালিয়া বাজারে তাকে ছেড়ে দেওয়া হয়।
ইউপি সদস্য বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছে বলে নিশ্চিত করেন কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা।
স্থানীয়দের তথ্য মতে, গত ৭ মে রাজস্থলী এলাকায় একটি সালিশি বিচার শেষ করে বাসায় ফেরার সময় সন্ত্রাসীরা তাকে ট্যাক্সি থেকে নামিয়ে নিয়ে যায়। পরে গত রবিবার রাত্রে ইউপি মেম্বারকে পুণরায় বাঙ্গালহালি বাজারে ছেড়ে দিয়েছে। এবং তিনি রাত্রে নিজ বাড়িতে চলে আসেন।
এ বিষয়ে কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা জানান, রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তিনি অক্ষত অবস্থায় নিজ বাসায় অবস্থান করছে।
উল্লেখ্য, গত ৭ মে ইউপি সদস্য চাইগ্যাউ মারমাকে রাজস্থলীতে থেকে বাড়িতে ফেরার পথে এক সন্ত্রাসীর দল গাড়ি থেকে নামিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে চাইগ্যাউ মারমার সাথে মুঠোফোন আলাপ কালে তিনি বলেন, সালিসি বিচার থেকে ফেরার পথে কিছু মুখোশদারী আমাকে মোটর বাইক থেকে নেমে চোখ বেঁধে গভীর অরণ্যে নিয়ে যায়। আমাকে কেন নিয়ে আনা হল জানতে চাইলে অপহরন কারীরা ছেড়ে দিবে বলে আমাকে জানান, তাকে কোন নির্যাতন বা মুক্তিপন দাবী করছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।