বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস পালিত

100

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-মানবিক শক্তিতে বিশ্বাস করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৮ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়।
পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, আজীবন সদস্য ক্যসাপ্রু, নাজমুল হাসান ভুইয়া, খলিলুর রহমান সোহাগ, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের লেভেল অফিসার মোঃ মোশারেফ হোসেন, যুব প্রধান মনিরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ বলেন, সবাই মিলে একত্রে এই পৃথিবীকে আরো সুরক্ষিত এবং শান্তিপূর্ণ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতি আমাদের প্রতিশ্রুতি ও চেষ্টা অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমরা অপ্রতিরোধ্য হিসেবে কাজ করে যেতে চাই। এই কোভিড মহামারীর শুরু থেকেই বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট কাজ করে যাচ্ছে এলাকাবাসীর সাহায্যার্থে। তিনি আরো বলেন, সবাই একত্রিত থেকে যেমন মোকাবেলা করছেন করোনাকালীন সময়কে, সেই সাথে আরো অন্যান্য দুযোর্গকালে নিজ এলাকার জনগোষ্ঠির পাশে থেকে কাজ করেছেন রেড ক্রিসেন্ট, যখন যেভাবে পেরেছেন নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও এই সাহায্যের হাত বাড়িয়ে দিবে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট।
পরে দিবসটি উপলক্ষে কেক কাটা, বিভিন্ন কুইজে অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।