‘স্বপ্নের বন্দুকভাঙ্গা’ সংগঠনের উদ্যোগে গুনীজন সম্মাননা

118

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-‘শিকড়ের টানে, স্বপ্নের খোঁজে’ এ শ্লোগানে প্রথমবারের মত ‘স্বপ্নের বন্দুকভাঙ্গা’ সংগঠনের উদ্যোগে রাঙ্গামাটি সদরের ৫নম্বর বন্দুক ভাঙ্গা ইউনিয়নের বসবাসরত গুনীজন সম্মাননা, কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সকালে বন্দুক ভাঙ্গা ইউনিয়নের খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভাসহ নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ‘স্বপ্নের বন্দুকভাঙ্গা’ সংগঠনের আহ্বায়ক বিনয় কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা, চট্টগাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা, ৫ নম্বর বন্দুক ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা, খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বড়ুয়া, বন্দুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতন চাকমাসহ অন্যান্য প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিময় চাকমা। আলোচনা সভা শেষে ১৭ গুণীজনসহ কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।