নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কের বড়াদমে নির্মাণাধীন ব্রীজে ডালাইয়ের সময় ব্রীজ ভেঙ্গে আহত শ্রমিকদের হাসপাতালে দেখতে গেলেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে রাঙ্গামাটি সদর হাসপাতালে আহত রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের হাতে বিভিন্ন পুষ্টি কর খাবার তুলে দেন।
এ সময় রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান, রাঙ্গামাটি জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু চক্রবর্তীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দীপংকর তালুকদার এমপি ডাক্তারদের পরামর্শ দিয়ে বলেন, দূর্ঘটনায় আহত রোগীরা যাতে হাসপাতালে সর্বোচ্চ সেবা পায় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে আবারো যার যার কাজে ফিরে যেতে পারে এই আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় নির্মাণাধীন ব্রীজে ঢালাইয়ের সময় ব্রীজ ভেঙ্গে ১ শ্রমিক নিহত হয়। এতে আহত হয় ২০জন শ্রমিক। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় আরো ১৪ জন শ্রমিককে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।