বাঘাইছড়ি প্রতিনিধিঃ-পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দুইশত বিশটি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন ২৭ বিজিবি মারিশ্যা জোন।
শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় বিজিবি মারিশ্যা জোন সদরে এসব ঈদ সামগ্রী বিতরন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী)।
এছাড়া উপজেলা সদর থেকে ৪ কিলো মিটার দূরে অবস্থিত প্রশিক্ষণ টিলা বর্ডারগার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ কিলো গ্রামের ৮০ পরিবারের মাঝে মারিশ্যা জোন কমান্ডারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন করেন প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আফজাল হোসেন।
বিজিবির ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল পাঁচ কেজি, ডাল এক কেজি, পলাও চাউল এক কেজি, লাচ্ছি সেমাই দুই প্যাকেট, পেয়াজ এক কেজি, আলু দুই কেজি। ঈদ সামগ্রী বিতরন শেষে মারিশ্যা জোন কমান্ডার বলেন বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।