থানচি প্রতিনিধিঃ-বান্দরবানের থানচি উপজেলা বর্তমানে সারা দেশের পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটি উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেঁরা সবুজ পাহাড়, নানান জাতের পাখি ও বিরল প্রজাতির বিভিন্ন জীব জন্তুর দেখা মেলে এখানে রয়েছে বহতা সাঙ্গু নদীর স্বচ্ছল পানি ও নদীর মধ্যেখানে বিশাল আকৃতির পাথরসহ অসংখ্য পর্যটন কেন্দ্র। তাই বছর জুড়েই প্রকৃতি প্রেমিরা ছুটে আসেন পার্বত্য এই জনপদে। বিশেষ বিশেষ দিনগুলোতে পর্যটকদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়। এখানে পর্যটক সেবা ও নিরাপত্তায় টুরিষ্ট পুলিশ, পর্যটক গাইড, বিজিবি, পুলিশ সর্বোপরি উপজেলা প্রশাসন নিরলস ভাবে দায়িত্ব পালন করেন। আসন্ন ঈদুল ফিতর এর ছুটিতে এবার ও পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠবে থানচি উপজেলা প্রশাসনের এমনটা প্রত্যাশা স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট সকলের।
এদিকে পার্বত্যাঞ্চলগুলো ভৌগলিক অবস্থান গত দিক থেকে সব সময়ই সমতল অঞ্চলের চেয়ে কিছুটা নিরাপত্তা ঝুঁকিতে থাকে। সেই সাথে স্থানীয় কিছু উগ্রপন্থী সংগঠনের অপতৎপরতার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়ে বেশকিছু প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয় সংশ্লিষ্ট দের।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) উপজেলা মাসিক সমন্বয় সভায় থানচি বিজিবি’র প্রতিনিধি কামরুল ইসলাম দেশের বিভিন্ন স্থান থেকে থানচিতে ভ্রমনের আসা পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের সম্মূখে পর্যটক ও পর্যটক গাইডদের জন্য কিছু দিক নির্দেশনা উপস্থাপন করেন।
বিজিবি উত্থাপিত বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী বলেন, কোনো পর্যটক ঙাফাখুম সীমানা ওভারটেক করতে পারবে না। যদি কেউ সেটা করে তাহলে সেই বিষয়টি সাথে সাথে গাইডদেরকে বিজিবি কাছে অবহিত করতে হবে। অন্যথায় পর্যটক গাইডের নিবন্ধন বাতিল করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। এবছাড়াও কোনো পর্যটক যদি মাদক গ্রহণ করে তাহলেও বিষয়টি প্রশাসনকে জানাতে হবে এবং সর্বোপরি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে পর্যটকদের সতর্ক করবে পর্যটক গাইডেরা। সেই ক্ষেত্রে কোনো পর্যটক যদি তাদের কথা না শুনে তাহলে সেই বিষয়টি ও প্রশাসনকে জানাতে হবে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় আগত পর্যটকগন সচেতন নাগরিকের পরিচয় দিবেন এমনটায় প্রত্যাশা করেন এই কর্মকর্তা।
উপজেলা প্রশাসনে আয়োজনের উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিগত মার্চ মাসের রেজুলেশন কার্য বিবরনী উপস্থাপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। পরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন তাদের এপ্রিল মাসের উন্নয়ন কার্মকান্ডে উপর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করে বক্তব্য দেন।
থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা’র সভাপতিত্বে অনুষ্টিত ‘উপজেলা মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ্র, থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়, বিজিবি প্রতিনিধি কামরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।