কাউখালী প্রতিনিধিঃ-কাউখালীর ঘিলাছড়িতে ভাড়ায় চালিত মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) রাতে বাঙালী পাড়ায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে আটটার দিকে কাউখালী থেকে পানছড়ীগামী দ্রুতগতির ভাড়ায় চালিত মোটরসাইকেল (রাঙ্গামাটি-হ-১১২৫১২) ঘিলাছড়ি বাঙ্গালী পাড়ার মৃত আসগর আলীর স্ত্রী জয়গন বিবি (৬০) কে সজোরে ধাক্কা দেয়। এসময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে কচুখালী গ্রামের বাসিন্দা মোটরসাইকেল চালক প্রকাশ মারমা পালিয়ে যায়।
খবর পেয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা মূমুর্ষ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ১টায় হতভাগ্য বৃদ্ধা চমেক হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় এখনো কেউ মামলা করতে থানায় আসেনি বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি মো. শহিদ উল্লাহ।