প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবীতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

57

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি, চাকুরীতে নিয়োগ, কর্মসংস্থান ও পূর্ণবাসন নিশ্চিতের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জেলার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (১০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক মোঃ নুরুল আবছার, প্রতিবন্ধী কল্যাণ সমবায় সমিতির সভাপতি সুকুমার ত্রিপুরা, রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মোঃ সাগর আলী, পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সমিতির সম্পাদক রনেল চাকমা প্রমূখ।
তারা স্মারকলিপিতে ৪টি দাবী ঊত্থাপন করেছেঃ ১. আগামী জাতীয় বাজেটে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করে ২ হাজার টাকা করা। ২. প্রতিবন্ধী ব্যক্তি বা তার উপর নির্ভরশীল আপনজনকে চাকুরীতে নিয়োগ ও কর্মংসংস্থান নিশ্চিত করা। ৩. ভূমিহীন ও দুস্থ প্রতিবন্ধী পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়ন প্রকল্পে অন্তর্ভূক্ত। ৪. প্রতিবন্ধীদের জন্য প্রণীত জাতীয় প্রতিবন্ধী নীতিমালা বাস্তবায়ন করা।