সবক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে-ইউএনও মুনতাসির জাহান

71

কাপ্তাই প্রতিনিধিঃ-রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের শিলছড়ি ইস্টালিং পাড়ায় বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীন কাপ্তাই তথ্য আপা এই উঠান বৈঠক এর আয়োজন করেন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। আজ সমাজের প্রতিটি পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। আজ সরকারি সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে।
কাপ্তাই তথ্য আপা তাহমিনা সুলতানার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসেন এবং কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। উঠান বৈঠকে স্থানীয় ৪০ জন মহিলা অংশ নেন।