জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবান আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

111

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বান্দরবান জেলা আওয়ামীলীগ।
বুধবার (১৬ মার্চ) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামীলীগের নেতারা বলেন, ঐদিন সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু পাঠাগার, সরকারী কলেজ, দলীয় কার্যালয় ও মহিলা কলেজের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকাল ৭টায় দলীয় কার্যালয়ে কোরআন খানি ও মিলাদ মাহফিল, সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দুপুর ১২টায় দু:স্থদের মাঝে খাবার প্যাকেট বিতরণ, ২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আড়াইটায় আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৪টায় মাক্স বিতরন, সন্ধ্যা ৭টায় আতশবাজী প্রজ্জলন ছাড়াও দলীয় কার্যালয়, বঙ্গবন্ধু মুক্তমঞ্চ, বঙ্গবন্ধু পাঠাগারে আলোকসজ্জাসহ নানান অনুষ্ঠান পালন করা হবে। প্রতিটি অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, উজ্জল কান্তি দাশ, সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়–য়া, শ্রম বিষয়ক সম্পাদক ফিলিপ ত্রিপুরা, সদস্য মোঃ মহিউদ্দিনসহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।