পুরুষদের পাশাপাশি নারীর বাস্তব ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করতে হবে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

99

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, খাগড়াছড়ি মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নারীদের নিরাপদ সুরক্ষা ব্যাপারে চিন্তা করে নারীদের জন্য অনেক আইন প্রণয়ন করেছেন এবং আইনগুলো বাস্তবায়ন করছে। নারীরা এগিয়ে গেলে জেন্ডার সমতা প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, পুরুষদের পাশাপাশি নারীর বাস্তব ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করতে হবে। নারীদের সম-অধিকার প্রতিষ্ঠার জন্য অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ তৈরী করা গেলে দেশের আর্থসামাজিক প্রতিফলিত হবে।
আলোচনা সভা শেষে জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে খাগড়াছড়ি পৌর সভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়ি পৌর সভার ঈদগা মাঠে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসে সূচনা করেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। এসময় খাগড়াছড়ি পৌর সভার কাউন্সিলর, কর্মকর্তা, পৌর শহরে নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কার্যালয়ে সচেতনতা মূলক আলোচনা সভা আয়োজন করে। সভায় এলজিইডি অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।