বান্দরবানের রোয়াংছড়িতে দুই গ্রুপের গোলাগুলিতে এক জেএসএস কর্মী নিহত

152

বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবানের রোয়াংছড়ির তালুকদার পাড়ায় গোলাগুলিতে উনুমং মার্মা নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর এক কর্মী নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (৫ মার্চ) দুপুর ১২টায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তালুকদার পাড়া এলাকার নয়াপাড়ার কাছে একদল অস্ত্রধারী সন্ত্রাসী উনুমং মার্মাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুত্রে আরো জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহত উনুমং মার্মা (৪৫) বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা গংজক মার্মার পুত্র।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, গুলি করে উনুমং মার্মা (৪৫) নামে একজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।