৩য় দিনের মত বান্দরবানে চলছে গণটিকা কার্যক্রম

84

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরববানে ৩য় দিনের মত চলছে গণ টিকা কার্যক্রম, টিকা নিতে মানুষের দীর্ঘ লাইন হাসপাতাল এলাকায়। অনেকে নিবন্ধন করে আর অনেকে নিবন্ধন ছাড়াই জড়ো হয়েছে টিকাদান কেন্দ্রগুলোতে। সকাল থেকেই বিভিন্ন টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে ১১৩টি কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানের ৬৭% জনসাধারণ করোনার প্রথম ডোজ গ্রহণ করেছে এবং বাদবাকী জনসাধারণকে উদ্ধুদ্ধ করে করোনার টিকা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী জানান, বান্দরবানে করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪জন মৃত্যুবরণ করেছে। তিনি আরো জানান, এই পর্যন্ত জেলায় ৩২২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে আর চিকিৎসা শেষে ৩১৫৪ জন সুস্থ হয়ে ওঠেছে। সিভিল সার্জন আরো জানান, করোনার বিস্তার রোধে বান্দরবানের ৭টি উপজেলায় স্বাস্থ্যকর্মীরা কাজ করছে এবং সবাই যাতে ভ্যাকসিন গ্রহণ করে সেইজন্য স্বাস্থ্য বিভাগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।