দীঘিনালায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ বক্স বিতরণ

85

মো: সোহেল রানা দীঘিনালাঃ-খাগড়াছড়ির দীঘিনালার নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, মতবিনিময়ের জন্য নিরাপদ কক্ষ (সেইফ স্পেস) চালু ও ১শত ৬ জন কিশোরীকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ বক্স বিতরণ হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) ও ইয়ং পাওয়ার সোশ্যাল এ্যাকশন (ইপসা) শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম নিরাপদ কক্ষ (সেইফ স্পেস) উদ্বোধন শেষে কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, ইউএনডিপির জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা, ইউএনডিপির চিফ জেন্ডার এন্ড কোহেশন ঝুমা দেওয়ান ও ইপসার প্রকল্প ব্যবস্থাপক মহির উদ্দিন প্রমূখ।