খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৩৬ হাজার ৯০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম পরিচালিত

73

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-দেশজুড়ে এক কোটি মানুষকে করোনার প্রথম ডোজ টিকাদান কর্মসূচি খাগড়াছড়িতেও চলছে। জেলার ৩৮টি ইউনিয়ন ও ৩ টি পৌরসভার ১২৩ টি কেন্দ্রে একযোগে টিকা দেয়া হচ্ছে। এই কর্মসূচিতে খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রতি কেন্দ্রে ৩০০ জন করে ৩৬ হাজার ৯০০ জনকে করোনার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে স্বাস্থ্য বিভাগের।
এছাড়া যাদের ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন নেই তারা নিজ ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েও টিকা নিতে পারছেন। করোনা ভাইরাসের টিকা পাওয়ার জন্য সকাল থেকে প্রতিটি টিকা কেন্দ্রে ছিল মানুষের দীর্ঘ লাইন।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা জানিয়েছেন, টিকা নিতে কেন্দ্রগুলোতে মানুষের ভিড় লক্ষ্যনীয়। টার্গেট অনুযায়ী আজ টিকাদান করা গেলে খাগড়াছড়ি জেলায় প্রথম ডোজ টিকা গ্রহনকারীর সংখ্যা হবে প্রায় ৭০ শতাংশ। তিনি সকলকে দ্রুত টিকা কেন্দ্রে গিয়ে টিকার প্রথম ডোজ নিতে অনুরোধ করেছেন।