সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-বিলাইছড়িতে দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনী কর্তৃক পাহাড়ী-বাঙালীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিলাইছড়ি উপজেলায় বুধবার (১৬ফেব্রুয়ারী) সকালে বিজেও ৬৬১৭৬ ওয়াঃ অফিঃ মোঃ রাসিদ এর নেতৃত্বে মেরাংছরি এলাকায় পাহাড়ী-বাঙালীদের মাঝে রাঙ্গামাটি রিজিয়ন ও বিলাইছড়ি জোনের যৌথ উদ্যোগে বিনামূল্যে ৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের ন্যায় দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এই ধরনের নিঃস্বার্থ সহযোগিতা পেয়ে খুবই খুশি হয়েছেন হতদরিদ্ররা। এসময় তারা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভবিষ্যতে দূর্গম পাহাড়ী অঞ্চলে সুবিধা বঞ্চিত জনগণের জন্যে সেনাবাহিনীর এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার বিলাইছড়ি জোন অঙ্গীকার ব্যক্ত করেন।