মহালছড়ি থানায় ওপেন হাউস ডে সভাঃ পুলিশকে সহযোগিতা করার আহ্বান

127

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় পুলিশই জনতা, জনতাই পুলিশ শ্লোগানে ওপেন হাউস ডে সভা অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, মহালছড়ি থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্টিত ওপেন হাইস ডে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মহালছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান রতন কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, মহালছড়ি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শ্রী সুনিল ঘোষ প্রমূখ।
সভার প্রধান অতিথি খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মজিরুজ্জামান বলেন, এলাকায় অনিয়ম দূর্নীতি মাদক পাচার ও সেবন প্রতিরোধের জন্য এলাকার জনগন পুলিশকে সহযোগিতা করলে এসব খারাপ কর্মকান্ড কমে যাবে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বানসহ বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন।