প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বত্র শতভাগ বিদ্যুতায়ণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

174

রাহুল বড়ুয়া ছোটন/শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়িঃ-স্বাধীনতার ৫১ পর বিদ্যুতের আলো পেল বান্দরবানের দুর্গম নাইক্ষংছড়ি উপজেলার দোছড়িবাসী।
১২ ফেব্রুয়ারী (শনিবার) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বিদ্যুত সংযোগ লাইনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় বাতি জ্বালিয়ে নতুন সংযোগ এর উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, তিন পার্বত্য জেলা বিদ্যুত উন্নয়ন এর প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্বল বড়ুয়া, দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো. ইমরান।
নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বত্র শতভাগ বিদ্যুতায়ণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মুজিব বর্ষের মধ্যেই দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য। দেশের প্রতিটি প্রান্তে গ্রামে গঞ্জের পাশাপাশি পাহাড়েও মানুষের ঘরে ঘরে আলোকিত হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। গ্রামের মানুষ বিদ্যুৎ পায়। তারা শান্তিতে বসবাস করতে পারে। তিনি বলেন, এক সময়ের অশান্ত পাহাড়ি জনপদে আজ শান্তির সুবাতাস বইছে। পাহাড়ের প্রত্যন্ত এলাকার জনগনও আজ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।
বিদ্যুত বিভাগ জানায়, নতুন এই সংযোগ চালু হওয়ায় নাইক্ষ্যংছড়ির দোছড়ির ২ হাজার ৩শ পরিবার এই বিদ্যুত সংযোগ পাবে আর ১০কিলোমিটার এলাকা জুড়ে এই সংযোগ স্থাপন করতে ব্যয় হয়েছে ২ কোটি ৭০ লক্ষ টাকা।