পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছে-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

165

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মন্ত্রী বলেন, আমরা দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী, কাজেই আমাদের লক্ষ্য শুধু শহরেই নয় তৃণমূলের গ্রামগঞ্জের ঘরে ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দেয়া। শহরের ন্যায় প্রতিটি গ্রাম যাতে বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে থাকে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সকালে বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকায় ৯৯ লক্ষ টাকা ব্যয়ে মুনলাই পাড়ায় বিদ্যুতের লাইনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে বান্দরবানসহ তিন পার্বত্য জেলার সর্বত্র বিদ্যুতের আলোয় আলোকিত হবে।
এসময় মন্ত্রীর সাথে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউসার হোসেন, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মো. জিললুর রহমানসহ সরকারি বেসরকারী উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ২১টি প্রকল্পের উদ্বোধন করেন।