দীঘিনালায় মোবাইল কোর্টের অভিযান জরিমানা

111

মো: সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ি দীঘিনালায় বাস টার্মিনালা ও বোয়ালখালী নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
বৃস্পতিবার (৩ফেব্রুয়ারি) বাস টার্মিনাল ও বোয়ালখালী নতুন বাজার এলাকায় নোংরা ময়লা স্থানকে একই সাথে খাবার এবং থাকার জায়গা হিসেবে ব্যবহার, পঁচা বাসী, মেয়াদোত্তীর্ণ খাবার এবং ভয়ানক বিষ এমোনিয়াম ব্যবহারের স্পষ্ট প্রমাণ পাওয়ায় মিষ্টি ভান্ডার এবং আল আমীন হোটেলের মালিকগণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩,৫১ ও ৫৩ ধারা লংঘনের দায়ে দুইটা মামলায় সাড়ে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে ও এবং মেয়াদোত্তীর্ণ খাবার এবং ভয়ানক বিষ এমোনিয়াম বিনষ্ট করার আদেশ দেয়া হয়। এ সময়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ জন ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮আইনে ৭টি মামলায় ৪শত টাকা জরিমানা করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট ফাহমিদা মুুস্তফা বলেন, ভোক্তা অধিকার আইনে ২ প্রতিষ্ঠানকে ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭জনকে জরিমানা করা হয়েছে।