পানছড়িতে চেঙ্গী নদীর পানিতে ডুবে তিন শিশু নিহত

151

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীর পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারী) দুপুর একটার দিকে কলেজ গেইট এলাকার সত্যধন কার্বারী পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সত্যধন কার্বারী পাড়া এলাকার বাসিন্দা সাধন চাকমার ছেলে পিভির চাকমা (২) ও মেয়ে ধনিষ্ঠা চাকমা (১২) এবং একই এলাকার সুপন চাকমার মেয়ে জর্জরিত চাকমা (১২) নদীর পাড়ে খেলতে যায়। খেলতে খেলতে হঠাৎ করে পানিতে পড়ে তিন শিশু মারা যায়। পানছড়ি থানার ওসি মোঃ আনচারুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।