কাপ্তাইয়ের দূর্গম এলাকায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

140

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-রাঙ্গামাটি জেলা প্রশাসকের পক্ষে বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম এলাকা ভাইবোনছড়া, হরিনছড়া, গাছকাটা ছড়া ও পাংখো পাড়ার স্থানীয় পাহাড়ী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় রাঙ্গামাটি জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. রোকনজ্জামান এইসব পাড়ায় গিয়ে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের কাছে শীতবস্ত্র তুলে দেন।
বিতরণকালে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা ট্যাগ ও সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, ইউপি সদস্য সুজয় বিকাশ চাকমা, অংসাচিং মারমা, নবীন কুমার তনচংগ্যা ও ভানুমতী চাকমা উপস্থিত ছিলেন।