রোয়াংছড়িতে ৪টি ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

117

রোয়াংছড়ি প্রতিনিধিঃ-বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ৪টি ইউনিয়নে ৮শত পরিবারের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নে পাহাড়ের প্রত্যাঞ্চলের গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র বিতরণ ও খেলোয়ারদের ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন বান্দরবান জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা। শীতবস্ত্র বিতরণে পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির স্বপরিবারের রোগ মুক্তির ও সুস্বাস্থ্যের কামনার্থের প্রার্থনা করা হয়।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) পাহাড়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শীতবস্ত্র বিতরণে সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, মন্ত্রী প্রতিনিধি নেইতং বুইতিং, ১নং সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ইউপি মেম্বার লালঅং বম, ভানলম ঙাক বম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উমংনু মারমা সহ আরো অনেকে।