বান্দরবানে বাড়ছে করোনা, নতুন আক্রান্ত আরো ৫৭জন

109

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবানে আবার বেড়েছে করোনার প্রকোপ। গেল ২৪ঘন্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরো ৫৭জন, আর এই নিয়ে বান্দরবানে এই পর্যন্ত করোনা আক্রান্ত হলো ২ হাজার ৮শত ২৬জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ঘন্টায় বান্দরবানে ১০৭জনের নমুনা পরীক্ষায় ৫৭জন করোনা রোগী সনাক্ত হয়েছে যার মধ্যে বান্দরবান সদরে ৪৪জন, রোয়াংছড়িতে ২জন, লামা ৪জন এবং আলীকদমে ৭জন রোগী রয়েছে। স্বাস্থ্য বিভাগ আরো জানায়, করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত জেলায় ১৪জন মৃত্যুবরণ করেছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা জানান, বান্দরবানে নতুন করে আরো ৫৭জন করোনায় আক্রান্ত হয়েছে। তিনি আরো বলেন, জেলায় এই পর্যন্ত ২ হাজার ৮শত ২৬জন করোনা আক্রান্ত হলে ও চিকিৎসা শেষে ২ হাজার ৩শত ৬৮জন সুস্থ হয়ে ওঠেছে।