রাঙ্গামাটিতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র আওতায় হেলথ ক্যাম্প

76

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ২০২০-২১ অর্থ বছরে নির্বাচিত উপকারভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সাঃ) মোঃ মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রোকেয়া বেগম, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা, ৭,৮,৯ মহিলা কাউন্সিলর জবাউতুন নূর প্রমুখ।
হেলথ ক্যাম্প অনুষ্টানে বক্তারা বলেন, মায়েদের স্বাস্থ্য ভালো থাকলে শিশুরাও ভালো থাকে, তাই সরকার কর্মজীবি মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র প্রকল্প গ্রহণ করেছে।
এ প্রকল্পের মূখ্য উদ্দেশ্য হচ্ছে মা ও শিশু উভয়ের কল্যাণ এবং এ প্রকল্পের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। তাই মায়েদেরকে নিজেদের ও শিশুদের স্বাস্থ্যের প্রতি যতœবান হওয়ার আহবান জানান বক্তারা। দিনব্যাপী হেলথ ক্যাম্প শেষে শতাধিক মহিলাকে স্বাস্ব্য সেবা প্রদানসহ স্বাস্থ্য সুরক্ষার কিট বক্স প্রদান করা হয়।