আইজিপি ব্যাজ পেলেন নাইক্ষ্যংছড়ির ওসি মুহাম্মদ আলমগীর হোসেন

135

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়িঃ-বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এবার আইজিপি ব্যাজ পেলেন।
জাতীয় পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে ঢাকায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ আনুষ্ঠানিক ভাবে পুলিশের এই কর্মকর্তাকে ব্যাজ পরিয়ে দেন। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে পেশাগত ভাবে ভালো কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাজ পেয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার চৌকস ও মানবিক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম মোবাইলে আইজিপি ব্যাজ পাওয়া বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, পুলিশের এই চৌকস কর্মকর্তা জেলায় এর পূর্বে ৮ম বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনিত হয়েছিল।
উল্লেখ্য, ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে পুলিশ সপ্তাহের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এম পি।