চাকুরীজীবনে ভোগান্তি দূরীকরণে এসিআর ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের কোন বিকল্প নেই-অংসুইপ্রু চৌধুরী

87

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে এসিআর ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ‘এসিআর ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা’ উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর শাখার উপসচিব শেলিনা খানম।
উদ্বোধনী বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন- বর্তমান সরকার প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন এবং সরকারি কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিতকরণে এপিএ বা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি পদ্ধতি চালু করেছে। এসিআর বা বার্ষিক গোপনীয় অনুবেদনের মাধ্যমে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের কাজের মূল্যায়ন করা হয়। এটি প্রশাসনিক কাজেরই একটি অংশ। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সরকারি কর্মকর্তা/কর্মচারিদের চাকুরীজীবনে ভোগান্তি দূরীকরণে এই বিষয়ে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
তিনি আশা প্রকাশ করেন, দাপ্তরিক কর্মকান্ডে দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নত করার লক্ষ্যে দক্ষ জনসম্পদ সরকারি কাজে গতিশীলতা আনবে।
পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার লাইলাতুল হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার অঞ্জন কুমার দাস, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, শিল্পকলা একাডেমীর জেলা কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীতিশ চাকমা, হর্টিকালচার সেন্টার বনরুপা উপপরিচালক মোঃ কাজী শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আপ্রু মারমা, জেলা সমবায় অফিসার ইউসিুফ হাসান চৌধুরী, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ আনোয়ারুল আজিম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা, জেলা শিক্ষা অফিসের জেলা প্রশিক্ষণ সমন্বয়ক তারেকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহজাহান, বিএডিসি(সেচ) নির্বাহীূ প্রকৌশলী মোঃ সাহেদ, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক রূপনা চাকমা, জেলা কার্যালয় বিসিক সহকারী মহাব্যবস্থাপক ইসমাইল হোসেন, আরপিটিআই এর অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সরদার, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজউদ্দিন, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা এবং হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।