নানিয়ারচরে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

72

নানিয়ারচর প্রতিনিধিঃ-মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারী) সকালে উপজেলা মিলনায়তনে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ে (১৯, ২০ ও ২১ জানুয়ারি) এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহীদ, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুক প্রমূখ।