দীঘিনালায় করোনার টিকা বুষ্টার ডোজ গ্রহন শুরু

87

মো: সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধক মডার্নার বুষ্টার ডোজ (৩য় টিকা) গ্রহন শুরু হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধ বুষ্টার ডোজ (৩য় টিকা) প্রদান ক্যাম্পেইনে উপস্থিত হয়ে টিকা নিয়েছেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, গণমাধ্যম কর্মীরা ও প্রথম শ্রেণির কর্মকর্তারা। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার বলেন, আজ থেকে শুরু হয়েছে দীঘিনালায় বুষ্টার ডোজ (৩য় টিকা) দেয়া। সম্মুখ যোদ্ধা ও পঞ্চাশ বছর বয়সীদের ক্ষুধে বার্তার (এসএমএস) মাধ্যমে নিশ্চিত করে এ ডোজ দেয়া হবে। পরবর্তীতে সকলকে বুষ্টার ডোজ (৩য় টিকা) দেয়া হবে।