করোনা সংক্রমন রোধে রাজস্থলীতে তথ্য অফিসের সড়ক প্রচারনা

74

মোঃ আজগর আলী খান, রাজস্থলীঃ-কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে করোনা ভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন-এর প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ঘোষিত ১১ দফা বিধি নিষেধ নির্দেশনা সমুহ সড়কে প্রচারনা করা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারী) রাজস্থলী উপজেলাধীন রাজস্থলী বাজার, ইসলামপুর, বাঙ্গালহালিয়া বাজার, শফিপুর, ইউপি এলাকা, সুখবিলাশ গ্রামসহ বিভিন্ন এলাকার সড়কে এই প্রচারনা চালানো হয়।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার হারুন জানান, করোনা সংক্রমন রোধে সরকারের ১১ দফা বিধি নিষেধ জারি করার সাথে সাথেই কাপ্তাই তথ্য অফিস কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়িসহ এই ৩টি উপজেলায় জনসাধারনকে সচেতন করতে প্রতিদিন সড়ক প্রচারনা চালিয়ে যাচ্ছে এবং এই ৩ উপজেলার দুর্গম অঞ্চলেও এই প্রচারনা কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া বিলাইছড়ি উপজেলার সড়ক প্রচারনার পাশাপাশি নৌপথেও হেন্ড মাইকিং এর মাধ্যমে এই প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, সকলে নিয়মিত মাস্ক পড়তে হবে সকলে সচেতনতা ও স্বাস্থবিধি মেনে চলতে হবে।