বাঘাইছড়িতে ৭ম ধাপের ইউপি নির্বাচন চেয়ারম্যান-২৬, সংরক্ষিত মহিলা-৭২ ও মেম্বার-১৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে

95

দীলিপ কুমার দাশ, বাঘাইছড়িঃ-বাঘাইছড়িতে ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ৭ম ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ৭২ জন ও মেম্বার পদে ১৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে সারোয়াতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জুয়েল চাকমা কম বয়সের জন্য ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অবশিষ্টদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে ২জনের এবং মেম্বার পদে ৬ জনের সাথে কোন প্রতিদ্বন্দ্বি নেই।
নির্বাচন অফিস সুত্রে বলা হয়, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে তাদের নাম ঘোষনা করা হবে। বর্তমানে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বি হিসেবে ঘোষিত হয়েছে, তারা হচ্ছেঃ-১ঃ-মারিশ্যা ইউনিয়নেঃ-১/ সুমন চাকমা ২/ আপন চাকমা৩/ অমর কান্তি চাকমা ৪/ অমর জীব চাকমা।২ঃ- বাঘাইছড়ি ইউনিয়নেঃ-১/তপন বিকাশ চাকমা ২/ অলিভ চাকমা।
৩ঃ- সাজেক ইউনিয়নঃ-১/ অতুলাল চাকমা২/ নেলশন চাকমা ৩/ জিৎ চাকমা ৪/ গরেন্দ্র এিপুরা ৫/ নিখিল জীবন চাকমা ৪ঃ- সারোয়াতলী ইউনিয়নেঃ-১/ ভূপতি রঞ্জন চাকমা ২/ জন চাকমা ৩/ কিরন বিকাশ চাকমা। ৫ঃ- খেদারমারা ইউনিয়নেঃ-১/ বিল্টু চাকমা ২/ সন্তোষ কুমার চাকমা ৩/ বিশ্ব প্রিয় চাকমা। ৬ঃ-আমতলী ইউনিয়নেঃ-১/ সুলতান আহমেদ ২/ মোঃ আল আমিন ৩/ মোঃ মজিবুর রহমান ৪/ মোঃ আব্দুল ছোহান ৫/ মোঃ রাসেল চৌধুরী। ৭ঃ- বঙ্গলতলী ইউনিয়নেঃ-১/ জ্ঞান জ্যোতি চাকমা ২/ জ্ঞান জীব চাকমা। ৮ঃ-রূপকারী ইউনিয়নেঃ-১/ শ্যামল চাকম ২/ জ্যাসমিন চাকমা (ধনেশ্বর) তার মধ্যে সারোয়াতলী ও বঙ্গলতলী ইউনিয়ন ব্যতিত অপর ৬টি ইউনিয়নে যারা আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা হচ্ছেঃ-অমরজীব চাকমা, অলিভ চাকমা, গরেন্দ্র ত্রিপুরা, বিশ্বপ্রিয় চাকমা, রাসেল চৌধুরী ও শ্যামল চাকমা। প্রাপ্ত খবরে জানা যায়, বাঘাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তপন কুমার চাকমা তার প্রার্থিত পদ প্রত্যাহার করেছেন।