রাঙ্গামাটিতে করোনা ও ওমিক্রন মোকাবেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

83

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিকে রেড জোন ঘোষণা করায় করোনা ও ওমিক্রন মোকাবেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। জেলা শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার ও বনরুপার গুরুত্বপুর্ণ পয়েন্টে মাস্ক নিশ্চিতে ও স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ অভিযান পরিচালনা করেছেন। এসময় মাস্ক না পড়ায় কয়েকজনকে জরিমানা ও সাধারন মানুষকে সচেতন করা হয়।
এছাড়া সাপ্তাহিক ছুদির দিনে পর্যটন স্পটগুলোতে যেন পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করেন সে জন্য ঝুলন্ত সেতু এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কয়েকজন পর্যটককে মাস্ক না পড়ায় জরিমানা ও সর্তক করা হয়।
এছাড়া জুমাবারের দিন বিভিন্ন মসজিদেও মাক্স বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এসময় পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু জানান, স্বাস্থ্যবিধি না মানায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৪ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করে। এছাড়া ব্যবসায়ী ও পথচারীদের মাস্ক ব্যবহার নিশ্চিতে সর্তক করা হয়।