স্বাস্থ্যবিধী উপেক্ষা করে কাপ্তাইয়ে ভ্রমনে আসায় পর্যটকবাহী গাড়িকে মামলা ও জরিমানা

65

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কাপ্তাইয়ে ভ্রমনে আসায় পর্যটকবাহী গাড়িতে মামলা ও জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারী) বেলা ১২টার দিকে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী উপজেলার শিলছড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পর্যটকবাহী মিনি ট্রাককে মাস্কছাড়া যাত্রী বহন করায় সংক্রমণ রোগ প্রতিরোধ ও নির্মূল আইন ২০১৮ এর ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং সেই সাথে মামলা দায়ের করেন। এছাড়া একই আইনে ২ মোটরসাইকেল আরোহীকে ২শ টাকা অর্থদন্ড দেয়া হয়।
এসময় সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী করোনা সংক্রমনরোধে কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচার প্রচারনা চালায়। কাপ্তাই থানার পুলিশ সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।