রাজস্থলীতে শপথ নিলেন নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা

111

হারাধন কর্মকার রাজস্থলীঃ-রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চেয়ারম্যানদের শপথ পরান রাঙ্গামাটি জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার সময় উপজেলা হলরুমে নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ। শপথ গ্রহণ করেন, নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ওসি জাকির হোসাইন, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, পুচিংমং মারমা, আদোমং মারমা।
শপথ নিলেন ঘিলাছড়ি ইউনিয়নে সংরক্ষিত সদস্য (মহিলা) রসনাতি ত্রিপুরা, রোজী মালা তঞ্চঙ্গ্যা, অঙ্গমালা খিয়াং, সাধারণ সদস্য সতিন্দ্র ত্রিপুরা, অজয় ত্রিপুরা, জৈনরাম ত্রিপুরা, ভূবন মোহন তঞ্চঙ্গ্যা, অমল কান্তি তঞ্চঙ্গ্যা, উদয় কুমার তঞ্চঙ্গ্যা, জয়নুল আবেদীন তালুকদার, হ্লিাঅং খিয়াং,সজিব খিয়াং।
২নং গাইন্দ্যা ইউনিয়নের সংরক্ষিত সদস্য (মহিলা) নাইম্যাচিং মারমা, গৌতমী খিয়াং, সাধারণ সদস্য (পুরুষ) অংসিংমং মারমা, মংখ্যই মারমা, থোয়াইউচিং মারমা, মোঃ নুরুল আলম, হ্লামংচিং মারমা, সুইনুমং মারমা, ক্যসাচিং মারমা, থুইসিংমং মারমা।
৩নং বাঙ্গালহালিয়ার ইউনিয়নে সংরক্ষিত সদস্য (মহিলা) সালমা আক্তার, বাপ্পী দেব, এসাইচিং মারমা। সাধারণ সদস্য (পুরুষ) মোঃ এমদাদুল হক (মিলন), কামাল হোসেন, আবদুল কাদের হাওলাদার, থুইসিংমং মারমা, মংউচিং মারমা, শিমুল দাশ, ক্যচিংহ্লা মারমা, ইখ্যাইমং মারমা, থোয়াইসুইমং মারমা।
গত ২৮ শে নভেম্বর রবিবার শান্তি পূর্ণ পরিবেশ নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৯শে ডিসেম্বরে নির্বাচন প্রশাসন শাখায় প্রকাশিত গেজেটে প্রকাশিত তালিকা অনুযায়ী শপথ পড়ান চেয়ারম্যান ও সদস্য-সদস্যদের। শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদেরকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।