বাঘাইছড়িতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

148

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি কার্বারী চাকমার বিরুদ্ধে ভিজিডি কার্ডধারী ২৫২ দুঃস্থ্য মহিলাদের ১১ মাসের সঞ্চয়ের ৫ লক্ষ ৫৪ হাজার ৪ শত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ জানুয়ারী) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী রুপা চাকমা, স্বামী -মৃত সুমন চাকমা। রুপা চাকমার অভিযোগ পত্রে ভুক্তভোগী আরো ৭ জন দুঃস্থ মহিলা সাক্ষর করেন।
অভিযোগ পত্রে রুপা চাকমা উল্লেখ করেন, অভিযুক্ত চেয়ারম্যান জ্ঞান জ্যোতি কার্বারী চাকমা, ইউনিয়নের ভি,জি,ডি কার্ডধারী ২৫২ দুঃস্থ্য মহিলার কাছ থেকে ১১ মাস যাবত দুইশত টাকা করে চাঁদা উত্তলন করে সরকারি একাউন্টে জমা না করে নিজে আত্মসাৎ করেছেন।
অভিযোগকারী রুপা চাকমা বলেন, চেয়ারম্যানের বর্তমান মেয়াদকাল শেষ হয়েছে আগামী ৭ই ফেব্রুয়ারী /২০২২ বঙ্গলতলী ইউনিয়ন সহ বাঘাইছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। তখন কে চেয়ারম্যান হবে তা অনিশ্চিত তাই আমরা আমাদের টাকার খোঁজ নিতে বাঘাইছড়ি মহিলা অধিদপ্তরের ডাস বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংক বাঘাইছড়ি শাখায় খোঁজ নিয়ে দেখি একাউন্টে কোন টাকা নাই। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম আনিত অভিযোগের বিষয়টি শিকার করে বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। আগামী দুই দিনের মধ্যে একাউন্টে পুরো টাকা জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান জ্যোতি কার্বারী চাকমা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ধিমান চাকমাকে নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান, নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান অভিযোগ পত্র পেয়েছেন বলে নিশ্চিত করে বলেন, যেহেতু সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন তাই অভিযোগকারীকে দূর্নিতি দমন কমিশন রাঙ্গামাটিতে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা বলেন, ডাস বাংলা ব্যাংকে একাউন্ট খোলা জটিলতায় তিনি যথাসময়ে টাকা জমা দিতে পারেননি। বৃহস্পতিবার একাউন্ট খুলতে পারলে পুরো টাকা জমা দিবেন বলে তিনি এই প্রতিবেদককে নিশ্চিত করেন। ১১ মাসেও কেন টাকা জমা দেননি প্রশ্নে কোন উত্তর না দিয়ে ফোন আলাপ সংযোগ তিনি বিচ্ছিন্ন করেন।
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সুত্রে জানা যায়, অভিযুক্ত চেয়ারম্যান জ্ঞান জ্যোতি কার্বারি চাকমা আগামী ৭ই ফেব্রুয়ারী বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র পার্থী হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের আগে চেয়ারম্যানের এমন অর্থ আত্মসাৎতের বিষয়টি সামনে আসায় স্থানীয় ভোটারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তদন্ত করে চেয়ারম্যানের বিচার দাবি করেন অনেকেই।