বিজয়ের সুবর্ণ জয়ন্তি ও পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পুর্তিতে রাঙ্গামাটিতে বিজয় কনসার্ট

76

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বিজয়ের সুবর্ণ জয়ন্তি ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দুই যুগ পুর্তি উপলক্ষে রাঙ্গামাটি মারী ষ্টেডিয়ামে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি সেনা রিজিয়ন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ যৌথ ভাবে এ বিজয় কনসার্টের আয়োজন করে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরেরর চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চায়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ইফতেকুর রহমান (পিএসসি), জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা আমন্ত্রিত অতিথি হিসাবে কনসার্ট উপভোগ করেন।
অনুষ্ঠানের শুরুতে বিজয়ের ৫০ বছর উপলক্ষ্যে ৫০টি ফানুস উড়িয়ে ও বর্ণিল আতশবাজি ফোটানোর মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উদ্বোধনী ভাষনে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন, ‘মুজিব শতবর্ষ, বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে আরো সমৃদ্ধশালী করার পাশাপাশি এই অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো মজবুত করবে’।
রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন ভাষাভাষির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। রাঙ্গামাটি মারী ষ্টেডিয়ামে কয়েক হাজার দর্শক বিজয় কনসার্ট উপভোগ করে। রাঙ্গামাটির স্থানীয় শিল্পীদের পাশাপাশি ঢাকা থেকে আগত সুনামধন্য শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশনের মাধ্যমে মাতিয়ে রাখে পুরো চিং হ্লা মং মারী স্টেডিয়াম এলাকা।