লামার সাত ইউপির ৮৩জন নব নির্বাচিত সদস্যের শপথ

75

লামা প্রতিনিধিঃ-লামা উপজেলার উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে(ইউপি) ৮৩জন নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফা জাবেদ কায়সার এ শপথ বাক্য পাঠ করান। গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে তাঁরা নির্বাচিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লামা উপজেলার সাত ইউনিয়নে ৮৪জন নবনির্বাচিত ইউপি সদস্যের মধ্যে ৮৩জন সদস্য বুধবার শপথ নিয়েছেন। উপজেলার গজালিয়া ইউনিয়নের ৩,৪ ও ৫নং সংরক্ষিত ওয়ার্ডে গত ২৪ নভেম্বর পুনঃনির্বাচন হওয়ায় এ ওয়ার্ডের নিবার্চিত সদস্য শিরিন আক্তারের শপথ ইসি থেকে গেজেট আসলে পরে তার শপথ বাক্য করানো হবে। লামার সাত ইউনিয়ন গুলো হলো- লামা সদর ইউনিয়ন, গজালিয়া ইউনিয়ন, সরই ইউনিয়ন, আজিজ নগর ইউনিয়ন, ফাইতং ইউনিয়ন, ফাঁসিয়াখালী ইউনিয়ন, রূপসীপাড়া ইউনিয়ন।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফা জাবেদ কায়সার বলেন, জনগণের ভোটে আপনারা নির্বাচিত। তাই জনগণের সুখ-দুঃখ ও সরকারের উন্নয়নে সব সময় সম্পৃক্ত থাকতে হবে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব অবশ্যই পালন করতে হবে।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লামা কাজী আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ। এছাড়া রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, আজিজনগর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন উপস্থিত ছিলেন।