দীঘিনালায় বড়দিন পালনে ৭৫ গীজায় অনুদান প্রদান

90

মো: সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ি দীঘিনালায় খিষ্টার ধর্মীয় উৎসব বড়দিন পালন উপলক্ষে ৭৫টি গীজায় অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (২২ডিসেম্বর) সকালে দীঘিনালা উপজেলা অডিটরিয়াম সমম্মেল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গীজায় অনুদান প্রদান করে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. কায়সার হামিদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমূখ।
প্রতিটি গীজায় সহায়তা কর্মসূচীর আওতায় ৫শ কেজি করে চাল দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান বলেন, ধর্মী উৎসব পালন করা সকল ধর্মে স্বাধীনতা আছে। সকল ধর্ম মানুষের মঙ্গলের জন্য বানী প্রচার করে থাকে। হিৎসা হানাহানি ভূলে সম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করতে হবে।