সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-বিলাইছড়িতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শিল্পকলা প্রাঙ্গনে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা. রশ্মি চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বীর মুক্তি যোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, শিক্ষক, জনপ্রতিনিধি ও অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।