দীলিপ কুমার দাশ, বাঘাইছড়িঃ-বাঘাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন শেষে এক আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের প্রাত্তন মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা। তিনি রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ প্রতিপাদ্যের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং ঘুষ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও সরকারী সম্পদ ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত বিষয়ে দূর্নীতি দমন কমিশনের হট লাইন ১০৬ নম্বরে ফ্রি কল করে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিষয়টির উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দূর্নীতি দমনে সকলকে সোচ্চার হতে অনুলোধ করেন। সভায় সিআইপিও এর বাঘাইছড়ি শাখা ব্যবস্থাপক রুনা চাকমা, কমিটির সহ সভাপতি মোঃ আব্দুল আওয়াল, সানারন সম্পাদক মোঃ আবুল হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
একই দিনে রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মানব বন্ধন ও আলোচনা সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।