কাপ্তাই প্রতিনিধিঃ-আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে বৃহস্পতিবার (৯ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই বড়ইছড়ি সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এতে কাপ্তাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সদস্য, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, বিশিষ্ট প্রাবন্ধিক ও কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আমিনুর রশিদ কাদেরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই থানার অফিসার ইনর্চাজ মো. নাসির উদ্দীন।