নানিয়ারচর প্রতিনিধিঃ-রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়াম কক্ষে এই সভার সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা।
এতে উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার দোলন দাশসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় উক্ত সভায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে আলোচনা করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ভিটামিন-এ প্লাস সেবনের গুরুত্ব ও কার্যপরিকল্পনার বিষয়ে আলাদা করা হয়।