নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পাহাড় থেকে যারা অভিবাসী হওয়ার চিন্তা করছেন তারা অবশ্যই নিরাপদ অভিবাসন গ্রহণ করুন। মঙ্গলবার (৭ডিসেম্বর) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে রাঙ্গামাটি টিটিসি’র মিলনায়তনে অনুষ্ঠিত ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে এবং রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ নুরজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।
এসময় জেলা প্রশাসক আরো বলেন, আপনাকে অভিবাসী হতে হলে ভাষা জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি যে কাজের জন্য আপনি যেতে চান সে বিষয়ে কারিগরি প্রশিক্ষণ নিতে হবে। সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। এরপর নিরাপদ অভিবাসনের মাধ্যমে অভিবাসী হোন। তাহলে আপনার জীবন নিরাপদ থাকবে। অর্থনৈতিক মুক্তি মিলবে। পরিবার সুখী থাকবে। আর আপনাদের পাঠানো রেমিট্যান্সে পার্বত্যাঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
জেলা প্রশাসক বলেন, আপনারা খবরের পাতায় নিশ্চয় দেখতে পাচ্ছেন দালালের মাধ্যমে অবৈধ পথে অভিবাসী জীবন গ্রহণ করতে গিয়ে কত মানুষ সমুদ্রে, গাড়িতে জীবন দিতে হয়েছে। কত পরিবার নি:স্ব হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন নিরাপদ অভিবাসন গ্রহণ করার জন্য প্রবাসী কল্যাণ ব্যাং বিনা জামানতে ঋণ দিচ্ছে। প্রবাসে থেকে এ ঋণ পরিশোধ করতে পারবেন। পাশাপাশি প্রবাস থেকে এসে এ ব্যাং থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।
সেমিনারে রাঙামাটির বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন ব্যক্তিরা অংশ নেন।